টানা এগারোদিনের পথচলা শেষে আজ কলকাতায় সমাবেশ। প্রায় ২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণবঙ্গের শ্রমিক লং মার্চ বুধবার পৌঁছবে রানি রাসমণি রোডে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন, ১২ জুলাই কমিটির ডাকে বেলা ১টায় সমাবেশ। কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতি, অর্থনৈতিক সংকট, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণ, ভয়াবহ বেকারত্ব, কর্মসংকোচন, ছাঁটাই, ব্যাঙ্ক সংযুক্তিকরণ, কৃষিক্ষেত্রে সংকট সহ একাধিক ইস্যুতে বলবেন সঞ্জীব রেড্ডি, তপন সেন, অতুল আঞ্জান, অশোক ধাওলে, জি দেবরাজন, অশোক ঘোষ, নীরেন্দ্রনাথ চ্যাটার্জি প্রমুখ।
