Wednesday, November 12, 2025

অবশেষে মালদার ইংরেজ বাজারে তরুণী খুনের কিনারা করল পুলিশ। শিলিগুড়ির অম্বিকানগরের বাসিন্দা ওই তরুণীর নাম ঝুমা দে। সাংবাদিক বৈঠকে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই তরুণীকে। ঘটনায় তরুণীর প্রেমিক বাপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের স্ত্রীকেও। তবে, খুনের আগে যে ধর্ষণ হয়নি, ময়নাতদন্তের রিপোর্টেই তা প্রমাণিত বলে জানান পুলিশ সুপার।

গত বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার টিপাজানি গ্রামে আম বাগানের মধ্যে এক তরুণীর অর্ধনগ্ন, অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু তদন্তে নেমে কোনওভাবেই তরুণীর পরিচয় জানা যাচ্ছিল না। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। শেষ পর্যন্ত হাতের বালা, আংটির ছবি দেখে দেহ শণাক্ত করেন তরুণীর মা। জানা যায়, মৃতার নাম ঝুমা দে। তাঁর বাড়ি শিলিগুড়ি অম্বিকানগর। ২ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই ছেলে রয়েছে বিবাহ বিচ্ছিন্না ওই তরুণীর। প্রেমিক যে বিবাহিত তা জানতেন না ঝুমা। ইদানীং তিনি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে পরিবার সূত্র খবর। এই নিয়ে তাঁকে মালদহে ডেকে পাঠান বাপন। ঘটনার দিন প্রেমিকের সঙ্গে বচসা হয় ঝুমার। তখনই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বাপন। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়। এই কাজে বাপনের স্ত্রীর কী ভূমিকা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version