এসসি এসটি বিল নিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গতকাল শিক্ষামন্ত্রী বলেছিলেন বিল সরকারের কাছে ফিরে আসার আগেই পাবলিক ডোমেইনে চলে যাচ্ছে। সে প্রসঙ্গে রাজ্যপাল এদিন বলেন, রাজ্যপালের সাংবিধানিক কাজকর্ম নিয়ে মন্তব্য করার আগে আশা করবো শিক্ষামন্ত্রী তথ্য যাচাই করে নেবেন। বিলটি স্পিকারের কাছে পাঠানো হয়েছিল এবং তার বেশ কিছু সময় পর পাবলিক ডোমেইনে আনা হয় পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে।
