সব দেশের মুসলিমদের আশ্রয় দেওয়া সম্ভব নাকি! জবাবি ভাষণে অমিত

লোকসভার পর রাজ্যসভাতেও তুমুল বিতর্কের পর পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেন মোদি-শাহ। বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। ১০৫ জন সাংসদ ভোট দিয়েছেন বিলের বিপক্ষে। এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মুসলিমদের আশঙ্কার কোনও কারণ নেই বলে এদিন রাজ্যসভায় স্পষ্ট করেন অমিত শাহ। বলেন, ”বিলে দেশের মুসলিমদের কোনও ক্ষতি হবে না। তাঁরা এদেশের নাগরিক ছিলেন এবং থাকবেন। এনিয়ে দেশের একজন মুসলিমেরও শঙ্কার কোনও কারণ নেই। এনিয়ে যা রটানো হচ্ছে তা ঠিক নয়। মোদি সরকারের নেতৃত্বে এদেশের মুসলিমরা নিরাপদ। কিন্তু তার অর্থ এই নয় যে বিশ্বের সব দেশের মুসলিমদের এদেশে আশ্রয় দিতে হবে। কোথা থেকে দেব! কীভাবে চলবে দেশ!”

এছাড়াও নাগরিকত্ব সংশোধনী বিলে কেন রোহিঙ্গা মুসলিমদের সামিল করা হয়নি? রাজ্যসভার এই বিতর্কে তার জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট করেন, রোহিঙ্গারা কেউ সরাসরি ভারতে আসেনি। তারা অনুপ্রবেশ করে এদেশে ঢুকেছে।

Previous articleধর্মতলায় লংমার্চ-এর সমাবেশে ফের ভারত বনধের ডাক বামেদের
Next articleকলেজের নবীন-বরণে এ কী অনুষ্ঠান!