উত্তাল উত্তর-পূর্ব, দোলাচলে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্রমশ বিক্ষোভ ছড়াচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। বাত্সূরিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৩দিনের সফরে আসার কথা শিনজো আবের। সেই সফরে মণিপুরেও যাওয়ার কথা তাঁর। কিন্তু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে অস্থিরতার কারণে সেই সফর বাতিল হতে পারে।

এবারের ভারত সফরে শিনজো আবের ইম্ফল সফরের পিছনে বেশ কিছু হিসাব রয়েছে। অরুণাচল প্রদেশের সীমান্তে চিনের আগ্রাসন ঠেকিয়ে রাখতে জাপানকে পাশে পেতে চাইছে নয়াদিল্লি। সেই কারণেই জাপানের প্রধানমন্ত্রীকে ইম্ফলে নিয়ে যাওয়া হবে। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তর-পূর্বে বিক্ষোভের আগুন যেভাবে ছড়াচ্ছে, তাতে সেখানে শিনজো আবের সফর সফল করা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Previous articleপ্রতিবাদ-বিক্ষোভে আজও ব্যাহত ট্রেন চলাচল, চরম নাজেহাল মানুষ
Next article‘অভিজিৎ বিনায়ক শিশু উদ্যান’ তৈরি হচ্ছে বাঘাযতীনে