Thursday, November 20, 2025

সব্যসাচীর ঘরে মমতার ছবি, দেখেই হতাশ বিজেপি কর্মীরা

Date:

Share post:

তাঁরা খবর পেয়েছিলেন সব্যসাচী দত্ত কলকাতায় তাঁদের দলের পর্যবেক্ষক হয়েছেন।
কলকাতায় দলের কার্যকলাপ নিয়ে তাঁদের বিস্তর ক্ষোভ ছিল।
তাঁদের বক্তব্য, নেতৃত্বের ভুলে কলকাতায় ডোবে দল; এবার লোকসভায় 18 এম পি জেতার বাজারেও কলকাতায় গোহারা।
তাঁরা নিজেরা উদ্যোগী কর্মী।
তাঁদের কিছু প্রস্তাব ছিল।

সেই কারণে বিধাননগরে সব্যসাচী দত্তর বাড়ি গেছিলেন উত্তর কলকাতার একঝাঁক সক্রিয় বিজেপি কর্মী।

বেশ কিছুক্ষণ কথা বলে আসার পর তাঁরা শুধু হতাশই নন, ভাবছেন দলটা আদৌ করবেন কি না।

সেদিনের অভিজ্ঞতা দলের রাজ্য কমিটির এক নেতাকে জানাতে সদলে যান ঐ কর্মীরা। তাঁরা বলেন,” কা বাড়ি গেলাম? উনি বিজেপি না তৃণমূল? ঢুকেই তো বিরাট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মালা পরানো। ঘরে কোথাও মোদিজি, অমিতজি, শ্যামাপ্রসাদের ছবি খুঁজে পেলাম না। এঁরা বিজেপিকে চাঙ্গা করবেন?”
এই কর্মীদের কথায়,” উনি নিজেই তো বলছেন সবে দলে এসেছি। আমাকে এসব বলে কী হবে? তাহলে দল এমন লোকেদের পর্যবেক্ষক করছে কেন? আমাদের দলে এলেই কেন্দ্রীয় বাহিনির গ্ল্যামার। কিন্তু কর্মীরাই যদি মনের কথা বলতে না পারেন, আলোচনা কার্যকর না হয়, তাহলে চলবে কীকরে? সেই তো এতদিন ধরে চলে আসা লবির হাতে দল থেকে যাবে।”

সব্যসাচীর ঘনিষ্ঠমহল অবশ্য এসব উড়িয়ে বলছে তিনি সবটা দেখে বুঝে নিচ্ছেন। বিজেপি কর্মীরা তাৎক্ষণিক ফল চাইলে কী করে সম্ভব?

উত্তর কলকাতাজুড়ে বিজেপির অন্দরমহলে ব্যাপক ক্ষোভ চলছে। একটি মহলের বক্তব্য, জেলা কমিটির যে নেতাদের হাতে দল থাকায় বারবার ডুবছে, এখনও তাদেরই রমরমা। পুরভোটে বিজেপির চমক দেওয়ার কোনো আশা নেই।

spot_img

Related articles

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...

তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

বিজেপির গুন্ডাদের হাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের দুই বিএলএ-২ পবিত্রকুমার সাউ ও দেবব্রত মাইতির আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র...

কলকাতায় ১৫ বছরের পুরোনো বাস চলাচলে নতুন গাইডলাইন, উপকৃত মালিকেরা

বাণিজ্যিক যানবাহনের বয়সসীমা নিয়ে কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক রায়ের পর পরিবহণ দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। দফতরের বিজ্ঞপ্তি...

স্মৃতির বিয়ে উপলক্ষ্যে একত্রিত টিম ইন্ডিয়া, শুরু প্রি-ওয়েডিং সেলিব্রেশন

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana )। সংগীত শিল্পী...