প্রকাশ্য দলবিরোধী মতপ্রকাশের জেরে দলের দুই শীর্ষনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নীতিশ কুমারের JDU দল৷
সূত্রের খবর, সংসদে CAB বিলের পক্ষে JDU ভোট দেওয়ায় টুইট করে দলের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন দলের জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোর এবং বিশিষ্ট নেতা পবন ভার্মা৷ তাঁরা দু’জনই এই ইস্যুতে মতবদল করে CAB-র বিরোধিতা করার অনুরোধ জানিয়েছিলেন JDU-সুপ্রিমো নীতিশ কুমারকে৷ জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রশান্ত কিশোর এবং পবন ভার্মা, দু’জনকেই শো-কজ করছে দল৷ শো-কজের উত্তরের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷
