হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি রাজ্যপালের

কেন্দ্রের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর দেশ এবং রাজ্যজুড়ে যে প্রতিবাদ-বিক্ষোভ-হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর কথায়, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা হিংসাত্মক ঘটনা সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে।” সায়েন্স সিটিতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠানে এসে এমনটাই বললেন রাজ্যপাল।

তিনি আরও বলেন, “কী ঠিক কী ভুল সেটা নিয়ে আলোচনা করার সময় এটা নয়। পিছন ফিরে তাকাবার সময় নেই আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। সরকারি সম্পত্তি যারা নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করতে হবে।”

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাতে এই ধরনের ঘটনা না ছড়ায়, সে বিষয়েও সকলকে সতর্ক হতে হবে বলেও মনে করেন রাজ্যপাল।

আরও পড়ুন-কৃষ্ণপুর স্টেশনে বিক্ষোভের আগুনে পুড়ল ৫টি ট্রেন 

 

Previous articleকৃষ্ণপুর স্টেশনে বিক্ষোভের আগুনে পুড়ল ৫টি ট্রেন 
Next articleপহেলে লোগো কো লড়বাও, উসকে বাদ আসলে মুদ্দা ছুপাও