হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ ও আগুনে পুড়িয়ে মারার ঘটনা থেকে শিক্ষা নেয়নি কেউ। ফের এমনই ঘটনা ঘটল যোগীর রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে। তরুণীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তিনি এখন কানপুর হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, তরুণী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে এই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর শরীরের ৯০ শতাংশ ঝলসে যায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। কিন্তু তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক। তরুণীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে পরে কানপুরের হ্যালেট হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার এফআইআর নথিভুক্ত করা হয়েছে। যদিও পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-পাল্টা পথে নামছে বিজেপি, ২৩-এ শহরে মহামিছিল