জেলায় জেলায় উত্তাপ ছড়াল NRC-CAA বিরোধী আন্দোলন

NRC ও CAA-এর প্রতিবাদে রবিবার সকাল থেকেই অবরুদ্ধ শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় সমস্ত লাইন। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর ও দেউলাতে এনআরসির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভকারীরা। যার জেরে বারুইপুর, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল।

উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা এবং ধানকল মোড়ে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। খড়দাতেও কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করা হয়। তার জেরে দীর্ঘ যানজট হয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে। বীরভূমের মুরারইয়ে প্রথমে মিত্রপুর তারপর হিয়াকতনগরে মুরারই–বহরমপুর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে বহু ট্রেন বাতিল করেছে দক্ষিণপূর্ব রেল, পূর্ব রেল এবং উত্তরপূর্ব রেল। সেগুলি হল :-

তাম্রলিপ্ত এক্সপ্রেস

তিস্তা–তোর্সা এক্সপ্রেস

হাওড়া–মালদা ইন্টারসিটি এক্সপ্রেস

কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস

হাটেবাজারে এক্সপ্রেস

হাওড়া–কাটিহার এক্সপ্রেস

কলকাতা–গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস

আজিমগঞ্জ–হাওড়া এক্সপ্রেস

শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস

কামরূপ এক্সপ্রেস

ব্রহ্মপুত্র মেল

এর সঙ্গে গুজব আর উস্কানি রুখতে পশ্চিমবঙ্গের ছ’টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক অংশে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন-শিয়ালদহ দক্ষিণ শাখায় সমস্ত লাইনেই সকাল থেকে রেল অবরোধ, আক্রান্ত পুলিশ

 

Previous articleরোটারি ক্লাবের উদ্যোগে সল্টলেক নিক্কো পার্কে আনন্দে মাতলো হাজার দুয়েক শিশু
Next articleদক্ষিণেশ্বরে শুরু হবে আলো এবং শব্দের যুগলবন্দি, মহড়া দেখেই খুশি দর্শনার্থীরা