সিরিজের প্রথম ম্যাচেই আউট বিতর্ক

চেন্নাইয়ে সিরিজের প্রথম একদিনের ম্যাচেই আম্পায়ারিং নিয়ে বিতর্ক। রবীন্দ্র জাদেজার আউট নিয়ে বিতর্ক তৈরি হলো। অবস্থা এমন পর্যায়ে দাঁড়ায় যে অধিনায়ক কোহলি ড্রেসিংরুম থেকে নেমে চলে আসেন গ্রাউন্ডে।

ঘটনা ৪৮ ওভারে। রান নিতে দৌড়লেন জাদেজা। রোস্টন চেজের থ্রো উইকেট ভেঙে দিল প্রায় অন লাইনে। কিন্তু পোলার্ডরা কেউ আবেদন করলেন না। আম্পায়ারও থার্ড আম্পায়ারের সাহায্য নিলেন না। আউটও দিলেন না। কিন্তু জায়ান্ট স্ক্রিনে দেখা যায় জাদেজা অল্পের জন্য ক্রিজে পৌঁছতে পারেননি। এবার ক্যারিবিয়ানরা আবেদন করেন। আম্পায়ার শন জর্জ এবার তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন, এবং আউট দেন।

প্রশ্ন হলো, ১. জায়ান্ট স্ক্রিনে দেখে আবেদন করা যায়? ২. আবেদন না করলেও আউট দেওয়া যায়? ৩. যে প্রশ্ন বিরাট তুলেছেন, তা’হল, কতক্ষণ পরে আবেদন করা যায়? যে উত্তর এদিন না মেলায় বিতর্ক বেড়েছে।

Previous article৩২ বছরে অভিষেক, নেমেই বিশ্বরেকর্ড পাক ক্রিকেটারের
Next articleমুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশবৈঠক, রাজ্যপালের কাছে বিজেপি