বড়দিনের উৎসবে মাতোয়ারা স্কটিশ চার্চের খুদেরা


এখনও সপ্তাহখানেক বাকি। কিন্তু ইতিমধ্যেই বড়দিনের উৎসবের আমেজ শুরু। চারিদিকে সাজো সাজো রব। বড়দিনের আগেই সান্তা দাদুর আগমনে ক্রিসমাস সেলিব্রেশনে মাতোয়ারা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাথমিক বিভাগের পড়ুয়ারা। নাচ-গান-ম্যাজিক শো’তে মেতে দিনভর চললো উৎসব।

মানিকতলার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাথমিক বিভাগের এটাই প্রথম “ক্রিসমাস কার্নিভাল” উদযাপন। এই কার্নিভালকে কেন্দ্র করে স্কুল ক্যাম্পাসে সেজে উঠেছিল। যেখানে ভরপুর বিনোদনের জন্য ছিল রকমারি ফুড স্টল, বুক স্টল, গেম পার্লার, জীবন্ত মাসকট। পাশাপাশি, খুদে পড়ুয়াদের আনন্দ দিতে ম্যাজিক দেখালেন বাংলা ধারাবাহিক “ভানুমতির খেল”-খ্যাত ম্যাজিশিয়ান এস কুমার। পড়ুয়াদের সঙ্গে দিনটা ভালোই উপভোগ করেন তাদের অভিভাবকরাও। অনুষ্ঠানের মাঝেই সংবর্ধিত করা হয় মানবাধিকার ও সমাজকর্মী রাজীব জয়সওয়ালকে।

আরও পড়ুন-প্রত্যেক ঘরের সন্তানের আদর্শ হোক সতেরোর যশস্বী

Previous articleNRC-CAA নিয়ে পিছনদিকে হাঁটা শুরু করেছে বঙ্গ-বিজেপি
Next article“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা