“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা

বিক্ষোভে উস্কানি দিতে নয়, বরং নিজেই আটকে পড়ে ছিলেন অবরোধে। বিতর্কিত ছবি নিয়ে জানালেন অভিনেতা বাদশা মৈত্র।

এনআরসি ও সিএএ নিয়ে বিক্ষোভের বিভিন্ন ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। ছবিতে ছিল সাঁতরাগাছিতে গোলমালের মধ্যে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন বাদশা। এই ছবিকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ করেন অনেকে। এ বিষয়ে বাদশা মৈত্র সঙ্গে কথা বলে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ছবির মিথ্যে ব্যাখ্যা হয়েছে। গোলমালে উস্কানি দিতে নয়, বিক্ষোভের জেরে নিজেই আটকে পড়েছিলেন।

শনিবার, ডোমজুড়ে ডিওয়াইএফআই-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাম-মনস্ক এই অভিনেতা। সাঁতরাগাছির কাছে বিক্ষোভের জেরে তাঁর গাড়ি আটকে যায়। গাড়ি থেকে নেমে ডিওয়াইএফআইয়ের নেতাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন বাদশা। তাঁর ফোন পেয়ে, দুজন স্থানীয় যুবককে পাঠিয়ে বাদশাকে গ্রামের মধ্যে রাস্তা দিয়ে অনুষ্ঠান মঞ্চে নিয়ে যান ডিওয়াইএফআই নেতৃত্ব। কিন্তু যখন তিনি সাঁতরাগাছিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, সেই সময় তাঁর ছবি কেউ মোবাইলে তোলে এবং সেটাকেই ভুল ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আপাতত মুর্শিদাবাদের বাড়িতে রয়েছেন বাদশা। সেখান থেকেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। এই ঘটনায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করবেন বলেও ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে জানিয়েছেন বাদশা।

আরও পড়ুন-বড়দিনের উৎসবে মাতোয়ারা স্কটিশ চার্চের খুদেরা

 

Previous articleবড়দিনের উৎসবে মাতোয়ারা স্কটিশ চার্চের খুদেরা
Next articleভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে মারধরের অভিযোগ