“সিএএ বিরোধিতার নামে তাণ্ডব করছে কারা, তাদের পোশাকই তাদের চিনিয়ে দিচ্ছে। গোটা দেশ দেখছে। আর মনে করছে মোদি সরকার দেশের সুরক্ষায় আইন এনে ঠিক কাজ করেছে।” বক্তা নরেন্দ্র মোদি স্বয়ং। দুমকায় নির্বাচনী সভায়। অন্ডাল বিমানবন্দর হয়ে সেখানে যান তিনি। রাজ্য বিজেপি নেতারা মিনিটখানেক তাঁর সঙ্গে দেখা করে বাংলার পরিস্থিতি জানান।
