Sunday, November 16, 2025

রাহুলকেই সভাপতি চান, দলকে এই ‘বার্তা’ দিয়েই দায়িত্ব ছাড়বেন সোনিয়া

Date:

পরিবারবাদেই আটকে আছে শতাব্দী-প্রাচীন দল। তাই সাফল্য-ব্যর্থতা যাই থাক, গান্ধী পরিবারই কংগ্রেসের ঐক্যসূত্র। নেতৃত্বে থাকবেন গান্ধী পরিবারের সদস্যই। আর এবার এটা স্পষ্টভাবে দলকে বোঝাতে নেমে পড়লেন খোদ সভানেত্রী সোনিয়া গান্ধীই। রাহুল স্বদেশে থাকুন বা ঘনঘন বিদেশে ছুটি কাটান, তাঁর নেতৃত্বে নির্বাচনে দলের হারের রেকর্ড হোক বা তিনি আমেথির মত কেন্দ্রে হারুন, সেসব যাই হোক না কেন, সোনিয়া তথা কংগ্রেসের স্বাভাবিক উত্তরসূরী রাহুল গান্ধীই। দলের সভাপতিত্বে তাঁর ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই লক্ষ্যেই চিত্রনাট্য সাজাচ্ছেন তাঁর মা সোনিয়া।

লোকসভা নির্বাচনে দলের বিপর্যয় এবং রাফাল ইস্যুতে বিজেপি বিরোধী প্রচার বুমেরাং হওয়ার পর আত্মসমীক্ষা না করেই মাঝপথে দায়িত্ব ছাড়েন রাহুল। এক মাসেরও বেশি সময় কংগ্রেস কার্যত নেতৃত্বহীন থাকে। এরপর অন্তর্বর্তী সভাপতি হিসাবে হাল ধরেন সোনিয়াই। তিনি শীর্ষপদে আসার পর সংগঠনের উপরমহল ও রাজ্য নেতৃত্বে প্রবীণ বনাম নবীন দ্বন্দ্ব প্রকট হতে থাকে। দলে সোনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল, অশোক গেহলট, ভূপেন্দ্র সিং হুডা প্রমুখ একাধিক নেতা শক্তিশালী হন ও রাহুল ঘনিষ্ঠ নেতাদের অনেকেই কোণঠাসা হয়ে পড়েন। এই কয়েক মাসে দলে কার্যত সমান্তরাল দুটি লবি চললেও তা থামাতে সক্রিয় হননি সোনিয়াই। আর রাহুলও সংগঠন বা সংসদে সক্রিয় না থেকে অনেকটা সময় কাটিয়েছেন বিদেশে। নাগরিকত্ব বিল নিয়েও রাহুলের উল্লেখযোগ্য কোনও ভূমিকা চোখে পড়েনি। অবশেষে জল মেপে দলের শীর্ষপদে রাহুলকে ফেরানোর বার্তা দিতে নিজেই এগিয়ে এলেন সোনিয়া। দিল্লির ভারত বাঁচাও সমাবেশে যেন রাহুলেরই দ্বিতীয় ইনিংস শুরুর মহড়া হয়ে গেল। প্রিয়াঙ্কাকে আড়ালে রেখে রাহুলকে সামনে এগিয়ে দিলেন সোনিয়া। এই দৃশ্যে রাহুল শিবিরও চাঙ্গা। উৎসাহিত সাধারণ কর্মী-সমর্থকরাও। এরপর রাহুলকে সর্বসম্মতভাবে সভাপতি পদে জিতিয়ে আনাই সোনিয়া গান্ধীর লক্ষ্য, যে বার্তা তিনি নিজেই দিতে শুরু করেছেন।

 

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version