সারদেশ্বরী আশ্রমের রজত জয়ন্তী বর্ষে আনন্দে মাতোয়ারা ভক্তরা

শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রম, ফড়িয়াপুকুরে আনন্দে মাতোয়ারা ভক্তরা৷ 125 তম বর্ষে মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানালেন ভক্তরা৷ ফরিয়াপুকুরে রবিবার সকালে বিশেষ প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ আগামী সাত দিন ধরে চলবে অনুষ্ঠান৷ হবে বিশেষ স্তোত্র পাঠ, হোম যজ্ঞ এবং বিশেষ পূজা{ সবমিলিয়ে সারদা মায়ের 125 তম বর্ষ উদযাপনে মেতে উঠেছে সারদেশ্বরী আশ্রম৷
মায়ের ভক্তরা জানান, শুধুমাত্র মেয়েদের এই আশ্রমটি সারদা মা নিজের হাতে তৈরি করেছিলেন ৷ এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন সারদা মায়ের হাতে হলেও আশ্রমটির কাজ এগিয়ে নিয়ে যান রামকৃষ্ণদেব ও সারদা মায়ের মানস কন্যারা। শুধুই আর্তের পাশে দাঁড়ানো, সেবাকেই জীবনের পরম ধর্ম হিসাবে বেছে নিয়েছিলেন মা। কলকাতা ছাড়াও নবদ্বীপ, গিরিডি মিলিয়ে মোট তিনটি শাখা রয়েছে এই আশ্রমের ৷
পিতৃ-মাতৃহীন অনাথ কন্যাদের সুস্থ জীবন ও শিক্ষার পাঠ দিয়ে বড় করে তোলাই লক্ষ্য ছিল সারদা মায়ের ৷ সেই আদর্শকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের মানস কন্যারা৷

 

 

Previous articleরাহুলকেই সভাপতি চান, দলকে এই ‘বার্তা’ দিয়েই দায়িত্ব ছাড়বেন সোনিয়া
Next articleভোট দিয়েও এবার CAA-র বিরুদ্ধে কোর্টে অগপ, গভীর সংকটে অসম বিজেপি