মুখ্যমন্ত্রীকে তলব করার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সমালোচনার মুখে রাজ্যপাল

রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে এসে দেখা করতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবং সেটা টুইট মারফৎ সকলকে জানিয়ে দিলেন তিনি! যা রাজনৈতিক মহলকে অবাক করে দিয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে কীভাবে একজন রাজ্যপাল প্রশাসনিক প্রধানকে রাজভবনে ডেকে পাঠানোর খবর সোশ্যাল মিডিয়ায় ফলাও করে লেখেন? রাজ্যপালের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় টুইট করে মুখ্যমন্ত্রীকে রাজভবনে এসে তাঁর সঙ্গে দেখা করে কথা বলার বিষয় জানিয়েছেন রাজ্যপাল। টুইটে জগদীপ ধনকড় লিখেছেন, “সাম্প্রতিক পরিস্থিতির গুরুত্ব বিচারে, আগামিকাল তাঁর সুবিধামতো সময়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমার সঙ্গে দেখা করতে বলেছি।”

একইসঙ্গে আজ মুখ্যসচিব ও ডিজিপি এদিন তাঁর সঙ্গে দেখা না করায় টুইট করে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

আরও পড়ুন-টাকা দিয়ে বিজেপির বন্ধুরা হামলা করাচ্ছে: মমতা

 

Previous articleটাকা দিয়ে বিজেপির বন্ধুরা হামলা করাচ্ছে: মমতা
Next articleডিটেনশন ক্যাম্পের জমি দেওয়ার প্রতিবাদে রাজারহাটে হিডকো অভিযান সিপিএমের