২৪ ঘণ্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে নামবে পারদ

রাজ্যে তাপমাত্রা নামছে হু হু করে। ২৪ ঘণ্টার মধ্যেই কনকনে শীতে কাঁপতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতাতেও ভালো শীত পড়তে চলেছে। বুধবার সকাল থেকেই তার টের পাওয়া যাবে।
মঙ্গলবার সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইছে রাজ্য জুড়ে। বুধবার সকাল থেকে কনকনে হাওয়া আরও বাড়বে দক্ষিণবঙ্গে।আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে ঠান্ডা হাওয়ার প্রভাব থাকবে বেশি। সেখানে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।


চলতি মরশুমে এখনও পর্যন্ত তাপমাত্রার পারদ একবারও ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামেনি। আরব সাগরের উপর ঘূর্ণাবর্ত, রাজস্থানের উপর নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার বদলে জলীয় বাষ্প পূর্ণ বায়ুপ্রবাহ চলে গিয়েছে উত্তরের দিকে। পাশাপাশি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাত হলেও উত্তুরে হাওয়ার প্রবাহকে বাধা দিয়ে গিয়েছে। ফলে মধ্য-ডিসেম্বরেও শীতের দেখা এখনও পর্যন্ত মেলেনি। এর মাঝেও আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান আর বীরভূমে তাপমাত্রা দশের অনেকটাই নীচে নেমে যেতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৭-৮ ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা।
তুলনামূলক ভাবে কলকাতার তাপমাত্রা একটু বেশি থাকলেও, ঠান্ডা যথেষ্টই অনুভূত হবে।শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

Previous articleজামিয়া-আলিগড়ের পড়ুয়াদের আর্জি হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট
Next articleনেতাদের দূরে রেখে নয়া ঘেরাটোপে মিছিলে মমতা