জামিয়া-আলিগড়ের পড়ুয়াদের আর্জি হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট

‘তথ্য খতিয়ে দেখার সময় নেই’, দেশের প্রধান বিচারপতি এই মন্তব্য করে জামিয়া মিলিয়া এবং আলিগড়ের মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশি নিগ্রহে তদন্তের আর্জি খারিজ করে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতে এই পিটিশন দাখিল করেছিলো প্রাক্তনী সংসদ এবং ২ পড়ুয়া। আহত পড়ুয়াদের চিকিৎসা আর পুলিশের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে মামলা করেছিল পড়ুয়ারা। সোমবার সকালেই প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন ইন্দিরা জয়সিংহ, কলিন গঞ্জালভেসরা। প্রধান বিচারপতি জানিয়ে দেন, ‘পড়ুয়া বলেই কেউ আইন-শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে পারেনা। পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতারও। সেই মামলা’ই মঙ্গলবার হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন-অশান্তি জেরে বেলুড়ের অনুষ্ঠানের ‘লাইভ-স্ট্রিমিং’-এ বাধা

 

Previous articleঅশান্তি জেরে বেলুড়ের অনুষ্ঠানের ‘লাইভ-স্ট্রিমিং’-এ বাধা
Next article২৪ ঘণ্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে নামবে পারদ