Friday, January 2, 2026

রোহিত- রাহুল-কুলদীপের দাপটে সিরিজে সমতা ফেরাল ভারত

Date:

Share post:

ব্যাটসম্যানদের অনবদ্য পারফরম্যান্স, সঙ্গে তুখোড় বোলিং দাপটে সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। চেন্নাই ম্যাচে হারের রেশ কাটিয়ে দুরন্ত জয় কোহলি ব্রিগেডের। রাহুল-রোহিতের শতরান সঙ্গে কুলদীপের হ্যাটট্রিকে ১০৭ রানে ক্যারিবিয়ানদের হারাল ভারত।

এদিন টস জিতে কোহলিদের ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত। যোগ্য সঙ্গ দেন রাহুল। ক্যারিবিয়ান বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন ভারতের দুই ওপেনার। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ৩৪তম ওভারে ওয়ান-ডে ক্রিকেটে ২৮তম সেঞ্চুরিটি পূর্ণ করেন ‘হিটম্যান’। ১০৭ বলে ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৪ তম ওভারে শতরান পূর্ণ করেন কোহলির ডেপুটি। অর্ধশতরানের তুলনায় স্ট্রাইক রেটের গতি অনেকটাই বাড়িয়ে রাহুলের আগে তিন অঙ্কের রানে পৌঁছে যান রোহিত। ওই একই ওভারে দ্বিশতরানের গন্ডি পেরিয়ে যায় ‘মেন ইন ব্লু’। ৩৭তম ওভারে আলজারি জোসেফের ডেলিভারি বাউন্ডারিতে ঠেলে কেরিয়ারের দ্বিতীয় ওয়ান-ডে সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। যদিও এরপর তাঁর ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই একই ওভারে রস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নমুখী হন তিনি। ১০৪ বলে রাহুলের ১০২ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছয়ে। ওপেনিং জুটিতে ওঠে ২২৭ রান। উল্টোদিকে শতরান পূর্ণ করে আরও মারমুখী হয়ে ওঠেন ‘হিটম্যান’। ১৩২ বলে দেড়শতরানের গন্ডি পার করে ফেলেন বিশ্বকাপের সর্বাধিক রানসংগ্রাহক। ৪৪ তম ওভারে আউট হন রোহিত। ১৩৭ বলে ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত।

রোহিতের পর কোহলি ফেরেন শূন্য রানে। কিন্তু স্কোরবোর্ডে রানের বন্যা শ্রেয়স আইয়ার ও পন্থ জুটি। ৩২ বলে ৫৩ করেন শ্রেয়স। অন্যদিকে ৪টি ছক্কা হাঁকিয়ে ১৬ বলে ৩৯ রান করেন পন্থ। ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান তোলে ভারতীয় দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই ছন্দপতন। ৩৫ বলে ৩০ রান করে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন লুইস। গত ম্যাচে ভারতের হারের অন্যতম কারণ হেটমায়ার আজ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। মাত্র ৪ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর লড়তে থাকেন হোপ এবং পুরাণ। দুজনেই অর্ধশতরান করেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সব অঙ্কই এদিন ওলট-পালট করে দেন কুলদীপ যাদব। ইনিংসের ৩৩তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে কুলদীপ যথাক্রমে সাই হোপ, জেসন হোল্ডার ও আলজারি জোসেফের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন। ক্যারিবিয়ান অধিনায়ক তো এদিন খাতা খুলতেই পারেননি। অর্ধশতরানের মুখে কিমো পলকে ফেরান মহম্মদ শামি। ইনিংসের বাকি কাজটা সারেন শামি ও জাদেজা। ৩৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৮০ রানেই শেষ হয়ে গেল ক্যারিবিয়ান ইনিংস।

 

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...