Saturday, November 15, 2025

বৃহস্পতিবার শহরের পারদ 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে

Date:

আগামীকাল বৃহস্পতিবার শহরের পারদ এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা। মঙ্গলবার  শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13  ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে জানিয়ে দিল আবহাওয়া দফতর । উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। সেই শীতল হাওয়ায় সেই রাজ্যের পারদ এক ধাক্কায় ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

আসলে পশ্চিমী ঝঞ্ঝা সরতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ ৷ কয়েকদিন ধরেই বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিযেছে, বুধবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে মেঘ তা কেটে যাবে। অন্যদিকে উত্তর-পশ্চিমে থেকে যে শীতল হাওয়া আমাদের রাজ্যে আসে সেই হাওয়ায় আর কোনও বাধা নেই। পশ্চিমী ঝঞ্জা পুরোপুরি কেটে যাওয়াতেই এবার পাকাপাকিভাবে শীত আসছে রাজ্যে।

অন্যদিকে এক ধাক্কায় দশের নীচে নেমে গেল শান্তিনিকেতন-সহ বীরভূমের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দিনে তা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

বুধবার শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল এই শান্তিনিকেতনই।দক্ষিণবঙ্গের আরও দুই শীতলতম স্থান, পুরুলিয়া আর পানাগড়েও তাপমাত্রা নেমেছে হুহু করে। এ দিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি এবং পানাগড়ে ১১ ডিগ্রি। খুব একটা পিছিয়ে নেই আসানসোল আর বাঁকুড়াও। এই দুই শহরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১২.৩ এবং ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...
Exit mobile version