বাংলাদেশে ভারতীয় শিল্পীদের স্বীকৃতি নেই কেন? বিস্ফোরক পাওলি

অভিনেত্রী পাওলি দামের বিস্ফোরক মন্তব্য:” আমার আপত্তিটা অন্য জায়গায়। আমার ছবি ‘সত্তা’ বাংলাদেশে পাঁচটি বিভাগে ন্যাশানাল অ্যাওয়ার্ড পেল। বেসরকারি পুরস্কারও পেয়েছে।পুরস্কার বা মনোনয়ন তো দূর, এসবের কিছুই আমাকে জানানো হয় নি।সবটা হয়ে যাওয়ার পর পরিচালকের কাছ থেকে জানতে পেরেছিলাম। জাতীয় পুরস্কার শুধু না হয় নাগরিকদের জন্য, কিন্তু স্বীকৃতির ক্ষেত্রে কেন শিল্পীদের নাগরিকত্ব বিচার হবে? কই, এখানে তো সেটা করা হয় না। জয়া (আহসান) এখানে যেমন ভালোবাসা পেয়েছে, পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও পেয়েছে। ওখানকার শিল্পীরা এখানে যে স্বীকৃতিটা পাচ্ছেন, সেটা ওখানেও হওয়া উচিত।” এক বাংলা দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে পাওলি এটা বলেছেন। তিনি এও জানিয়েছেন জয়ার সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ নেই।

Previous articleতপ্ত দেশ, এর মধ্যেই ফের বিদেশে রাহুল
Next articleআইসিসির বর্ষসেরা দলে ভারতের স্মৃতি, ঝুলন