Friday, December 5, 2025

“বিশেষ” টুপি কিনছে বিজেপি! সতর্ক করলেন মমতা

Date:

Share post:

চক্রান্ত করে গণ্ডগোল পাকানো এবং দাঙ্গা লাগানোর জন্য বিজেপি “বিশেষ” টুপি কিনছে! বৃহস্পতিবার রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের ডাকা NRC-CAA বিরোধী মঞ্চ থেকে রাজ্যবাসীকে এভাবেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী সকলে সতর্ক করে বলেন, “বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপির ফন্দি-ফিকির আটকে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। একটি বিশেষ সম্প্রদায় পরে, এমন টুপি কিনছে বিজেপি। এবার সেই টুপি পরিয়ে কিছু লোককে বাজারে ছাড়বে গন্ডগোল পাকানোর জন্য। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

টুপি নিয়ে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, সম্মান জানাতে গান্ধীজির টুপি কিনুন। নেতাজির টুপি কিনুন।পাঞ্জাবিদের পাকরি কিনুন। কিন্তু গণ্ডগোল পাকানোর জন্য টুপি কিনবেন না।

এদিন ফের বিজেপি ফেক ভিডিওর প্রসঙ্গ তোলেন মমতা। তিনি জানান, এসব ভিডিওকে এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। বিজেপির টাকায় ৯৯ শতাংশ ফেক ভিডিও তৈরি হয়। মানুষকে ভুল বোঝাতে বিজেপি হাজার হাজার হোয়াটস আপ খুলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

নতুন ভোটার কার্ডের কাজ শুরু হবে। এই প্রসঙ্গে মমতা সকলকে সতর্ক করে বলেন, “টাকা দিয়ে বিজেপি অনলাইনে ভুল নাম তুলে দিতে পারে। সেদিকে নজর রাখতে হবে।সতর্ক থাকতে হবে। সবাই ভোটার লিস্টে নাম তুলুন। কারও নাম যেন বাদ না যায়।”

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান, ১০ বছর অন্তর জনগণনা হয়। বিজেপি জনগণনার নাম করে ফন্দি করতে পারে। তাছাড়া এই বিষয়টি নিয়ে অনেক আপত্তি জমা পড়েছে তাঁর কাছে। তাই সবদিক বিবেচনা করে এখনই জনগণনা করছে না রাজ্য সরকার।

spot_img

Related articles

ক্যানিংয়ে স্ত্রীর হাত-পা বেঁধে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার! পলাতক অভিযুক্ত

স্বামীর হাতে নৃশংস নির্যাতনের শিকার ক্যানিংয়ের (Canning) গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা অন্তঃসত্ত্বার চুলও কেটে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে...

ডিমের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি, কড়া পদক্ষেপের পথে রাজ্য

  রাজ্যে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় (Egg  Price increased)পরিস্থিতি মোকাবিলায় কড়া নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার (Govt of...

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...