ট্যুইটারে সরব রাহুল

এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনে রুখতে সরকারি দমন-পীড়ন নীতি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তাঁর পরিষ্কার কথা কেন্দ্রীয় সরকারের কোনও অধিকার নেই কলেজ বন্ধ করে দেওয়া কিংবা টেলিফোন বন্ধ করা। ইন্টারনেট বন্ধ করা , মেট্রো ট্রেন বাতিল করা কিংবা ১৪৪ধারা জারি করে প্রতিবাদী মানুষের কন্ঠ রোধ করা কোনও গণতান্ত্রিক দেশে ঘটতে পারে না।

Previous article“বিশেষ” টুপি কিনছে বিজেপি! সতর্ক করলেন মমতা
Next article২০২০ কেমন যাবে তুলা রাশির?