আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে কুলদীপের দ্বিতীয় হ্যাটট্রিকে মশগুল দেশবাসী

দেশবাসী সাক্ষী থাকল কুলদীপ যাদবের ম্যাজিকের । ভারতের করা ৫০ ওভারে ৩৮৮ রানের সুবিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে শুরুটা ভালই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দলের ৬১ রানের মাথায় আউট হন এভিন লুইস (‌৩০)‌। আর এরপরই কেমন ছন্নছাড়া হয়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ।
তবে বিশাখাপত্তনম সাক্ষী থাকল কুলদীপ যাদবের ম্যাজিকের। ৩৩ তম ওভারের শেষ তিন বলে হোপ (‌৮৫ বলে ৭৮), হোল্ডার (‌০) এবং জোসেফ (‌০)–কে ফেরান বাঁ–হাতি এই চায়নাম্যান বোলার। সম্পন্ন করেন আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি। ততক্ষণে ম্যাচ ভারতের পকেটে ঢুকে গেছে।

আরও পড়ুন-আরও চাপে ট্রাম্প, ইমপিচমেন্টে সায় হাউজ অব রিপ্রেসেন্টেটিভের

 

Previous articleআরও চাপে ট্রাম্প, ইমপিচমেন্টে সায় হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের
Next articleরাজধনী সহ বিভিন্ন জায়গায় বামেদের মিছিলে বাধা, আটক সীতারাম, ডি রাজা