রাজধনী সহ বিভিন্ন জায়গায় বামেদের মিছিলে বাধা, আটক সীতারাম, ডি রাজা

ঘোষিত কর্মসূচিতে গিয়েও আটক বাম নেতারা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির মান্ডি হাউস থেকে যন্তরমন্তর পর্যন্ত বামেদের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। নিষেধাজ্ঞা ভেঙে দিল্লির মান্ডি হাউজের সামনে জমায়েত করেন বাম নেতা-কর্মীরা। ছিলেন ডি রাজা, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত সহ বাম নেতৃত্ব। সেখান থেকেই সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ অনেকেই গ্রেফতার করা হয়।

বিক্ষোভ আটকাতে কার্যত অবরুদ্ধ রাজধানী। বহু রাস্তা ব্যারিকেড করে আটকে দিয়েছে পুলিশ। নিয়ন্ত্রিত যান চলাচল। বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির ১৭টি মেট্রো স্টেশন।  লালকেল্লার কাছে হাম ভারত কে লোগ ব্যানারে বিভিন্ন গণসংগঠনের জমায়েত হয়। সেখানেও বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ।

বিক্ষোভ হয়েছে চণ্ডীগড়েও। বিহারের দ্বারভাঙায় লেহরিয়াসরাইয়ে বৃহস্পতিবার সকালে বাম কর্মী-সমর্থকরা রেল অবরোধ করেন। পাটনার রাজেন্দ্রনগর স্টেশনে রেল অবরোধ করে সিপিআইয়ের ছাত্র সংগঠন। বিক্ষোভ ঠেকাতে হায়দরাবাদেও পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। আইন ভেঙে জমায়েতের কারণে চারমিনারেও আটক করা হয়েছে বিক্ষোভকারীদের।

আরও পড়ুন-আরও চাপে ট্রাম্প, ইমপিচমেন্টে সায় হাউজ অব রিপ্রেসেন্টেটিভের

 

Previous articleআন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে কুলদীপের দ্বিতীয় হ্যাটট্রিকে মশগুল দেশবাসী
Next articleসিএএ-র প্রতিবাদে ফেসবুক-ট্যুইটারের ছবি পরিবর্তন মুখ্যমন্ত্রীর