CAA-র প্রতিবাদ-বিক্ষোভ চরমে উঠলেও এত দিন কোনও দলই বনধের ডাক দেয়নি৷ এবার তাও হলো৷ বনধ আদৌ সফল হবে কি’না, তা নিয়ে বিভ্রান্তি থাকলেও, নাগরিকত্ব আইনের প্রতিবাদে RJD আগামিকাল শনিবার, বিহার বনধের ডাক দিল৷ RJD নেতা তেজস্বী যাদবের ভাষায়, ” দেশ ভাঙতে দেব না!”
