বিজেপিতে যোগ দিতে চান মন্ত্রী-সহ 60 তৃণমূল বিধায়ক, চাঞ্চল্যকর দাবি গেরুয়া-সাংসদের

ফের একই দাবি৷ বক্তা এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

শনিবার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে বিজেপির সভায় সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, “নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আইনকে সমর্থন করে তাঁর দলের 60 বিধায়ক দল বদলে বিজেপিতে আসতে চাইছেন৷” সৌমিত্র খাঁয়ের এই দাবির পরই রাজনৈতিক মহলে
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বিজেপি সাংসদ আরও একধাপ এগিয়ে দাবি করেছেন, “ওই 60 তৃণমূল বিধায়কের মধ্যেই রয়েছেন এক প্রভাবশালী মন্ত্রীও।” সাংসদের দাবি, “প্রভাবশালী ওই মন্ত্রী জঙ্গলমহলের নেতা।”

Previous articleভাংচুর করলে গুলি খেতেই হবে: দিলীপ ঘোষ
Next articleইন্টারনেট বন্ধ রাখার তালিকায় বিশ্বে এক নম্বরে ভারত, রিপোর্ট