বিজেপি-শাসিত কর্নাটকেও NRC হচ্ছে না, জল্পনা তুঙ্গে

কেন্দ্রের অন্দরে অস্বস্তি বাড়ছেই৷ নির্ভরযোগ্য সূত্রের খবর, বিজেপি- শাসিত কর্নাটকেও NRC
হচ্ছে না। শুক্রবার রাতে ইয়েদুরাপ্পা সরকারের এক সূত্র একথা জানিয়েছেন৷ এই খবর শনিবার প্রকাশিত হয়েছে কর্নাটকের সংবাদমাধ্যমেও। খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিজেপি সরকার কার্যত হতাশ হয়েছে। জানা গিয়েছে, কর্নাটকে NRC চালু না হলেও অনুপ্রবেশকারী এবং বিদেশিদের একটি ডেটাবেস তৈরি করা হবে। ওই তথ্যভাণ্ডার গড়তে অবশ্য কোনও নথির প্রয়োজন হবে না৷

গোটা দেশজুড়েই চলছে নয়া আইন এবং NRC-র বিরুদ্ধে প্রতিবাদ। CAA নিয়ে তুমুল বিক্ষোভের জেরে কর্নাটকেও চরম বিক্ষোভ চলছে৷ গণ- আন্দোলনের চাপে NDA-এর একাধিক শরিক- শাসক দল জানিয়ে দিয়েছে, তাদের রাজ্যে NRC হবেনা। এবার বিজেপি শাসিত কর্নাটকও সম্ভবত একই সিদ্ধান্ত নিতে চলেছে৷

আরও পড়ুন-বিশেষ সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়

 

Previous articleহায়দরাবাদ ধর্ষণকাণ্ডে মৃত ৪ ধর্ষকের ফের ময়না তদন্তের নির্দেশ
Next articleওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মানলো মেট্রো রেল