Saturday, November 15, 2025

ইন্টারনেট বন্ধ রাখার তালিকায় বিশ্বে এক নম্বরে ভারত, রিপোর্ট

Date:

CAA-বিরোধী বিক্ষোভ সোশ্যাল মিডিয়ায় যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য গত কয়েকদিনে যখন-তখন অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে প্রশাসন।

ইন্টারনেট বা মোবাইল পরিষেবা বন্ধ রাখার কালচার এটাই প্রথম নয়৷ জম্মু-কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বাংলা, বিহার বা অসম, দেশের বিভিন্ন রাজ্যেই কম বেশি সময়ের জন্য কোনও না কোনও কারনে বন্ধ রাখা হয়েছিল৷ আর এবার CAA-ইস্যুতে তো দেশের বিস্তীর্ণ এলাকায় অনির্দিষ্ট কালের জন্যই বন্ধ রাখা হয় এই সব পরিষেবা৷

প্রতিবাদ-বিক্ষোভ হওয়ামাত্রই ইন্টারনেট বন্ধ করার এই প্রবণতার জেরে গোটা বিশ্বে লজ্জাজনক অবস্থানে পৌঁছে গেলো ভারত। ইন্টারনেট বিষয়ক সংস্থা Access Now-এর সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে, 2018 সালে ইন্টারনেট বন্ধ রাখায় বিশ্বে শীর্ষস্থানে ছিল ভারত। গোটা বছরে ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা বিশ্বের তুলনায় এদেশে 67%। Access Now-এর রিপোর্টে বলা হয়েছে, চিন বা উত্তর কোরিয়াতেও এত বেশি সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়নি, যত বেশি সময় ভারতে হয়েছে। 2012-র জানুয়ারি থেকে ভারতে মোট 373 বার ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটেছে।
এমনই রিপোর্ট প্রকাশ করেছে, আরেকটি সংস্থা,
SLFC বা সফটওয়ার অ্যাণ্ড ল ফ্রিডম সেন্টার।
দেশে সবচেয়ে বেশিবার ইন্টারনেট বন্ধ রাখা হয় জম্মু ও কাশ্মীরে। 2012 সাল থেকে এখন পর্যন্ত মোট 180 বারেরও বেশি ইন্টারনেট বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করা হয়েছে। এমনই উল্লেখ আছে Access Now-এর রিপোর্টেও। জানা গিয়েছে, শুধু আইন-শৃঙ্খলাজনিত কারণেই নয়, রাজস্থানে পরীক্ষার সময় টুকলি রুখতেও বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version