NRC-CAA নিয়ে এবার সর্বভারতীয়স্তরে মুভমেন্ট করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে এবার যোগীর রাজ্য উত্তর প্রদেশের লখনউ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জানা গিয়েছে, দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে লখনউ যাচ্ছে ৪ সদস্যের তৃণমূল প্রতিনিধি দল।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। পাশাপাশি, ওই ঘটনায় আহতদের দেখতেও যাবেন তাঁরা।

দীনেশ ত্রিবেদী ছাড়াও ওই প্রতিনিধি দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, মহম্মদ নাদিমুল হক ও আবীর বিশ্বাস। আগামীকাল ২২ ডিসেম্বর রবিবারই তাঁরা লখনউ পৌঁছাবেন। আজ, শনিবার দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানা হয়েছে।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কী বললেন সৌরভ, জানেন?
