ফের রাজ্য ভাগের দাবি উঠল অসমে। বিজেপি শাসিত অঞ্চল অসম। শুধুমাত্র অসমিয়া ছাড়া সেখানে কারও অধিকার নেই থাকার। অসমে চলছে বাঙালিদের ভিটেমাটি কেড়ে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক অধিকার খর্ব করার কাজ। শনিবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে, অসমিয়াকে বাধ্যতামূলক করা হবে অসমে। তাঁদের জোট শরিক অসম গণ পরিষদ এদিন তাদের পরিষদীয় দলের বৈঠক থেকে দাবি তুলেছে, ‘খিলঞ্জিয়া’–দের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষিত করতে হবে। এর সঙ্গে সঙ্গে বিধানসভাতেও খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণের দাবি উঠেছে। এই অবস্থায় বাঙালিদের জন্য পৃথক বরাক রাজ্য গঠনের ডাক দিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অন্যদিকে, আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি–র সভাপাতি তপোধীর ভট্টাচার্য কার্বি, ডিমাসা প্রভৃতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই নতুন রাজ্য গঠনের কথা বলেন।
