অসমিয়ারাই জমি কিনতে পারবেন অসমে, তৈরি হচ্ছে নয়া আইন

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন উত্তাল সারাদেশ তারই মধ্যে চালু হচ্ছে অসমের এই আইন। শুরু হয়ে গিয়েছে আইন তৈরির কাজও। এই আইনে রয়েছে শুধুমাত্র অসমিয়ারাই জমি কিনতে পারবেন অসমে।

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করে, অসমের আদিবাসীরা তাঁদের জমির উপর যাতে পূর্ণ মালিকানা উপভোগ করতে পারে, তার জন্য নতুন আইন চালু করা হচ্ছে৷ এই আইনে শুধু মাত্র অসমিয়ারাই অসমে জমি কিনতে পারবেন৷ অন্য কোনও রাজ্যের মানুষ জমি কিনতে পারবেন না৷’ তিনি আরও বলেন,’দেখা যাচ্ছে, বরপেটা, ধুপরি জেলার আদিবাসীরা তাঁদের জমি ছেড়ে অন্যত্র গিয়ে বাস করছেন অর্থনৈতিক বা অন্যান্য কারণে৷ এই নতুন বিলে, অসমের আদিবাসীরা তাঁদের জমি শুধুমাত্র অসমের আদিবাসীকেই বিক্রি করতে পারবে বা তাঁর থেকে কিনতে পারবে৷ অসম বিধানসভার আগামী অধিবেশনেই এই বিল পেশ করা হবে৷’

Previous articleমীন রাশির ২০২০ কেমন যাবে?
Next articleফের রাজ্য ভাগের দাবি অসমে