আজ, সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জাতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারবেন না বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জ্বর হয়েছে তাঁর। শরীরটা বেশ খারাপ। আর সেই কারণেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানালেন অমিতাভ বচ্চন নিজেই।

ট্যুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন বিগ-বি। লিখেছেন, ‘জ্বরে শয্যাশায়ী। তাই বাইরে যাওয়ার অনুমতি নেই। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
অনুষ্ঠানে হাজির না থাকতে পারার জন্য দুঃখপ্রকাশও করেন তিনি।
