সংবিধান পাঠ করে কংগ্রেসের নীরব প্রতিবাদ রাজঘাটে

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সত্যাগ্রহ। সোমবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে নয়াদিল্লির রাজঘাটে ধর্ণায় বসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল, প্রিয়াঙ্কা এবং দুই রাজ্যের দলীয় মুখ্যমন্ত্রী। শুরুতেই সোনিয়ার আহ্বানে শান্তিপূর্ণ উপায়ে সংবিধান পাঠের মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করেন তাঁরা। কংগ্রেসের বক্তব্য, নাগরিকত্ব আইনে বৈষম্যের শিকার হবেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়। খর্ব হবে সংবিধান বর্ণিত নাগরিকের মৌলিক অধিকার। সেই সংবিধান রক্ষাতেই এদিন রাজঘাটে ধরণায় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন কংগ্রেসের ধরণায় বসা নেতারা। এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। রাজঘাটে উপস্থিত ওই নেতারা সংবিধানের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানান।

কংগ্রেসের ধরণায় শামিল হতে যুব সম্প্রদায়কে আহ্বান জানান রাহুল-প্রিয়ঙ্কা।

সিএএ-র বিরুদ্ধে গত শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনিয়া গান্ধি। এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দেন সোনিয়া। এদিন বেলা ৩টে থেকে রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের সূচনা হয়। রাত ৮টা পর্যন্ত তা চলে।

Previous articleঝাড়খণ্ডে হারের জন্য রঘুবর দাসকেই দুষছে গোটা গেরুয়া শিবির
Next articleবড়দিন-বর্ষবরণের উৎসবের মরশুমে মহিলাদের নিরাপত্তার জন্য “শক্তি গাড়ি” নামালেন নগরপাল