চলতি বছরের শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠক সোমবার, বসছে নবান্নতে। এই বৈঠকে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, সিএএ-এনআরসি নিয়ে বার্তা দিতে পারেন তিনি। মন্ত্রীদের নিজের এলাকায় থেকেই এবিষয়ে সংগঠিত আন্দোলনের নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এলাকায় যাতে হিংসা না ছড়ায়, সে দিকে নজরদারি করতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনকে সাহায্য করার বিষয়ে মন্ত্রীদের নির্দেশ দিতে পারেন।
বড়দিন ও নিউইয়ারের উৎসবে পালনে রাজ্যবাসীর কোনও অসুবিধে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।