Wednesday, August 27, 2025

কাঁসর-ঘন্টার তালে মমতার স্লোগান, “ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড”!

Date:

NRC-CAA বিরোধী চতুর্থ পদযাত্রা শুরুর আগে ফের বিজেপিকে তুলধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে এই মিছিল শুরুর আগে মমতা বলেন, “সর্বধর্ম সমন্বয়ের প্রাণ কেন্দ্র স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে আজ আমরা NRC-CAA বিরোধী মিছিলের পথ চলা শুরু করছি। সারা ভারতের মানুষ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছে। বিজেপির চালাকিতে আমরা আর কেউ পা দিচ্ছি না।”

আজকের আন্দোলন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলন। স্বামীজি সকল ধর্মের মানুষকে নিয়ে চলছেন। তিনি মুসলিমের বাড়িতে গিয়েও খেয়েছেন।”

এরপরই মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, NRC-CAA হবে। আর প্রধানমন্ত্রী বলছেন, আমরা তো বলিনি। মানুষ ওদের চালাকি ধরে ফেলেছে। ঝাড়খণ্ডে জবাব দিয়েছে। ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড!”

বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে অভিযোগ তুলে মমতা বলেন, “মতুয়াদের জন্য আমরা সব করেছি। তারা নাগরিক। আবার নতুন করে কেন তাদের নাগরিকত্ব-এর কথা বলে তাদের অপমান করা হচ্ছে?”

বাংলাতেই গণতন্ত্র রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী হচ্ছে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে কত মানুষ মরেছে। লখনউতে আমাদের প্রতিনিধিদের নামতে দেয়নি। কিন্তু এখানে মিছিল করে, জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। আমরা আটকায়নি। তাহলে কোথায় গণতন্ত্র আছে, সেটা সবাই দেখছে।”

তিনি আরও বলেন, “স্বামীজীর বাড়ি, নিবেদিতার বাড়ি আমরা সংস্কার করেছি। মায়ের বাড়ি থেকে সব করেছি আমরা। তারাপীঠ আমরা করেছি। কালীঘাট স্কাই ওয়াক আমরা করবো। দক্ষিণেশ্বর আমরা করে দিয়েছি। এগুলি আমাদের ঐতিহ্য। গঙ্গাসাগর করেছি। যান বিজেপির নেতারা দেখে আসুন।”

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version