চার কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি, কেন জানেন ?

পার্বত্য পথে চার কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি।এ চিত্র দেখা গিয়েছে মানালি-সোলাং-নাল্লা রুটে। তুষারপাতের জেরে সোমবার থেকে মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে ছিল গাড়িগুলি। এখন গাড়ি চলাচল শুরু হলেও তার গতি খুব ধীর। কেলং-কুল্লু রুটে মঙ্গলবার বাস চলাচল শুরু করেছে হিমাচল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। উত্তর ভারতে এখন চলছে শৈত্যপ্রবাহ। কল্পায় তাপমাত্রা নেমেছে মাইনাসের ২.৯ ডিগ্রি নীচে। মানালিতে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস। ভুন্তার জেলায় তাপমাত্রা মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস।কিন্তু গাড়ি যেমন ধীর গতিতে এগোচ্ছে, যানজট কখন ছাড়বে বলা যাচ্ছে না।

Previous articleকাঁসর-ঘন্টার তালে মমতার স্লোগান, “ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড”!
Next articleনাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী মিছিল পৌঁছল বিদেশেও