নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী মিছিল পৌঁছল বিদেশেও

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা এবার পৌঁছে গেল বিদেশেও। সুদূর জামার্নির বার্লিনে। সেখানে ভারতীয়রা দল বেঁধে নামলেন সিএএ-র বিরুদ্ধে। সবচেয়ে আকর্ষণীয় হলো পথে নামা ভারতীয়দের পোস্টার। মূল পোস্টারে লেখা ভারতের ‘ধর্মনিরপেক্ষ আধারকে অক্ষুন্ন রাখুন'(সেভ দ্য সেকিউলার ইন্ডিয়া), আর তলায় লেখা ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন নয়’, (নো টু সিটিজেনশিপ বায়াসড টু রিলিজিয়ান)। সঙ্গে রয়েছে ডঃ আম্বদকরের ছবি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কার্টুন। সবচেয়ে আকর্ষণীয় পোস্টার রয়েছে বাংলায়। সেই পোস্টারে লেখা ‘চুলকানি? মরবি।’ মিছিলটি কড়া পুলিশি নিরাপত্তায় হয় বার্লিনের জেন্ডারম্যান মার্কেটের রাস্তায়।

Previous articleচার কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি, কেন জানেন ?
Next articleসংসদে বিল পাশে সাফল্য, আর দেশজুড়ে বিক্ষোভ, নয়া বিড়ম্বনায় বিজেপি