
আজ ঋতু গুহ চলে গেছিলেন। আজ সাদা মানুষের দুঃখের আলপনা দেবার দিন। কিন্তু কেমন ছিলো সেই প্রথম দিন?চলুন পড়ে নি একবার “খেলা যখন”

“ওই আলোকিত স্বর্গে বসে,আমার প্রথম প্রেমিকা,আমার ভাবী স্ত্রীর আরক্ত মুখের দিকে চেয়ে সেই উৎসারিত আনন্দের উষ্ণতার মধ্যে হঠাৎ এক দারুন শীতার্ত ভয়ে আমার গা ছমছম করে উঠল।আমার হঠাৎ মনে হল, চিরদিন ,আজীবন তোমাকে আজ যেমন করে ভালবাসি তেমন করে ভালোবাসতে পারবো তো? তুমি আমার সামনে বসে আজ যেমন করে সজনে পাতার মতো ভালো লাগায় কাঁপছ,চিরদিনই কি তেমন করে কাঁপবে বুলবুলি?যদি না। না যদি।

বুলবুলি কথা বলছিল না কোনও। আমার দিকে একদৃষ্টে এক আশ্চর্য উজ্জ্বল অথচ নরম চোখে ও চেয়েছিলো। যেমন চোখে কাউকে ভীষন ভালোবেসে একমাত্র মেয়েরাই চাইতে পারে।”

আরও পড়ুন-ফের মেট্রোয় ভোগান্তি নিত্যযাত্রীদের

