শরণার্থীদের সুবিধা দিতেই সিএএ, শিলিগুড়িতে মন্তব্য দিলীপের

শরণার্থীদের সুবিধা দিতেই তৈরি হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এতে উপকৃত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার, শিলিগুড়ির জনসভা থেকে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার কলকাতার পরে মঙ্গলবার সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন মিছিল হয় শিলিগুড়িতে। বাঘা যতীন পার্ক থেকে শুরু হওয়া এই মিছিলে পা মেলান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়। ছিলেন বিজেপির উত্তরবঙ্গের সাংসদরাও। মিছিলের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করেন বিজেপি নেতৃত্ব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যে কোনও জায়গায় যাওয়াও সভা করার অধিকার সবার আছে। এভাবে কাউকে আটকানো যাবে না। বিরোধীরা প্রশ্ন তোলেন, তাহলে বিজেপি শাসিত উত্তর প্রদেশে যেতে কেন বাধা দেওয়া হল তৃণমূল প্রতিনিধিদল বা কংগ্রেস নেতৃত্ব রাহুল-প্রিয়াঙ্কাকে?

এদিনের সভা থেকে সিএএ-র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান বিজেপি নেতৃত্ব।

 

Previous articleফের মেট্রোয় ভোগান্তি নিত্যযাত্রীদের
Next articleঋতুর মৃত্যুদিনে শোকার্ত বুদ্ধদেব গুহর কলম