ঋতুর মৃত্যুদিনে শোকার্ত বুদ্ধদেব গুহর কলম

 

বুদ্ধদেব গুহ

আজ ঋতু গুহ চলে গেছিলেন। আজ সাদা মানুষের দুঃখের আলপনা দেবার দিন। কিন্তু কেমন ছিলো সেই প্রথম দিন?চলুন পড়ে নি একবার “খেলা যখন”

“ওই আলোকিত স্বর্গে বসে,আমার প্রথম প্রেমিকা,আমার ভাবী স্ত্রীর আরক্ত মুখের দিকে চেয়ে সেই উৎসারিত আনন্দের উষ্ণতার মধ্যে হঠাৎ এক দারুন শীতার্ত ভয়ে আমার গা ছমছম করে উঠল।আমার হঠাৎ মনে হল, চিরদিন ,আজীবন তোমাকে আজ যেমন করে ভালবাসি তেমন করে ভালোবাসতে পারবো তো? তুমি আমার সামনে বসে আজ যেমন করে সজনে পাতার মতো ভালো লাগায় কাঁপছ,চিরদিনই কি তেমন করে কাঁপবে বুলবুলি?যদি না। না যদি।

বুলবুলি কথা বলছিল না কোনও। আমার দিকে একদৃষ্টে এক আশ্চর্য উজ্জ্বল অথচ নরম চোখে ও চেয়েছিলো। যেমন চোখে কাউকে ভীষন ভালোবেসে একমাত্র মেয়েরাই চাইতে পারে।”

আরও পড়ুন-ফের মেট্রোয় ভোগান্তি নিত্যযাত্রীদের

 

Previous articleশরণার্থীদের সুবিধা দিতেই সিএএ, শিলিগুড়িতে মন্তব্য দিলীপের
Next articleযাদবপুরে তিনি হেনস্থার শিকার, মুখ্যমন্ত্রীকে ১৫দিনের মধ্যে উত্তর দেওয়ার আবেদন রাজ্যপালের