Sunday, November 16, 2025

রাজ্যপাল দুষছেন রাজ্যকে, পাল্টা জবাব বাম ছাত্রদের, মিটিমিটি হাসছেন মুখ্যমন্ত্রী!

Date:

এবার আর সরকারকে জবাব দিতে হলো না। রাজ্যপালের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল যাদবপুরের বাম ছাত্র নেতৃত্ব। সরাসরি তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকড়কে ‘বিজেপির দালাল’ বলে ঘোষণা করলেন। মজার বিষয় হল, রাজ্যপাল দুষছেন রাজ্য সরকারকে। আর রাজ্যপালকে পাল্টা আক্রমণ করছেন বাম ছাত্ররা। যাঁরা আবার রাজ্য সরকারের ঘোর বিরোধী। ঘটনা দেখে যে মুখ্যমন্ত্রী মিটিমিটি হাসছেন, তা বলার অপেক্ষা রাখে না!

যাদপুরে প্রত্যাখ্যাত হয়ে রাজ্যপাল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোমবার গভীর রাত অবধি ট্যুইট-পর্ব চালিয়ে গিয়েছেন। রাজ্যপাল রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, যাদবপুর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। যা ঘটছে, তা মোটেই সুখকর নয়। রাজ্য সরকার শিক্ষার মন্দিরগুলিকে রাজনীতির আখড়ায় পরিণত করেছে। পড়ুয়াদের ভবিষ্যৎ খারাপ করছে। সম্মানপ্রাপকদের সম্মানিত করার কথা বলেও বাতিল করে তাঁদের অসম্মানিত করা হলো। যাঁরা শিক্ষাকে ভালবাসেন, তাঁরা বলুন, আমি কী করে এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করব!

পাল্টা এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক সমন্বয় রাহার জবাব, মাননীয় রাজ্যপাল, যাদবপুরের পড়ুয়ারা রাজনীতি করতে প্রস্তুত। কারণ, আমাদের গর্ব, এই ক্যাম্পাস যদি একজন ভাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিকের জন্ম দিতে পারে, তাহলে এই ক্যাম্পাসে রাজনীতিকেরও জন্ম হয়। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো সবরকম স্বৈরাচারের বিরোধিতা করা। রাজ্যপাল বিজেপি ও আরএসএসের দালালি করলে রাজনীতি-ই হবে। তিনি দুঃখ পেলে দুঃখ পেতে পারেন। কিন্তু আমাদের কাজ আমরা করবই।

রাজ্যপালের অতি সক্রিয়তা যে সরকারি দল ছাড়াও বিরোধীদেরও ধৈর্যচ্যুতি ঘটিয়েছে, এই ঘটনাই তার প্রমাণ।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version