এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ২৯ডিসেম্বর পাহাড় বনধের ডাক দিল বিনয় পন্থী যুব মোর্চা। পাহাড়ে প্রায় দু’বছর পর ফের বনধ ফিরে আসায় ফের আতঙ্কের প্রহর গোণা শুরু হয়েছেন। আশঙ্কা গুরুঙ্গ জমানা ফিরে আসতে পারে। যদিও যুব মোর্চার বক্তব্য, একদিনের বনধে আশা করি পাহাড়বাসীর কোনও অসুবিধা হবে না।
