CAA: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে 1 কোটি চিঠি পাঠাবে বঙ্গ-বিজেপি

দেশে নাগরিকত্ব সংশোধনী আইন চালু জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে
বাংলা থেকে 1 কোটি চিঠি পাঠাবে বঙ্গ-বিজেপি। সূত্রের খবর, বিজেপি এবার প্রচারে তুলে ধরছে,
“বাঙালি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করছেন
মুখ্যমন্ত্রী।” একইসঙ্গে
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা প্রচারে সব বুথের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝাবে বঙ্গ-বিজেপি। ইতিমধ্যেই বাড়ি বাড়ি পোস্টকার্ড বিলি করার কাজ শুরু করেছেন গেরুয়া- কর্মীরা।
গত সোমবার কলকাতায় নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিলে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা দলের নেতা-কর্মীদের নাগরিকত্ব আইনের পক্ষে মানুষকে বোঝানোর নির্দেশ দেন৷ তারপরই সক্রিয় হয়েছে রাজ্য কমিটি৷

Previous articleশিবুপুত্র হেমন্তর কটাক্ষ বিজেপিকে : সিংহের বাচ্চা সিংহই হয়
Next articleবড়দিনে বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়, সপ্তাহ-শেষে ফিরতে পারে শীত