বড়দিনে বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়, সপ্তাহ-শেষে ফিরতে পারে শীত

বড়দিনের শহরে উৎসবের আমেজ। সেজেছে পার্ক স্ট্রিট চত্বর। জেলায় জেলায় লেগেছে বড়দিন আর নববর্ষের রং৷ তার মাঝেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে থাকছে বৃষ্টির আশঙ্কা। তবে, কলকাতা কিছুটা ‘গরম’ থাকলেও, আনন্দ মাটি হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি বিপরীত ঘূর্ণাবর্তের কারণে ঝাড়খণ্ড এবং এ রাজ্যের সংলগ্ন জেলাগুলিতে আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 27 ডিসেম্বর, শুক্রবার বৃষ্টি না হলেও আকাশ থাকবে মেঘলা।
তবে শনিবার থেকে ফের নামতে শুরু করবে পারদ। বর্ষশেষে ফিরে আসতে পারে কনকনে ঠান্ডার পরিবেশ। হাওয়া অফিস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় তা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস।

Previous articleCAA: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে 1 কোটি চিঠি পাঠাবে বঙ্গ-বিজেপি
Next articleবড়দিনের আগের সন্ধ্যায় মৃদু ভূকম্পন জলপাইগুড়ি শহরে