পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে উপত্যকার আর সেই কারণেই ৭২ কোম্পানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগেই সেখানে পাঠানো হয়েছিল অতিরিক্ত বাহিনী। ৩৭০ ধারা প্রত্যাহারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপত্যাকায় মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এখন জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সেই কারণে চলতি মাসের প্রথমেই উপত্যকা থেকে ২০ কোম্পানি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। এবার সেখান থেকে ৭২ কোম্পানি বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭২ কোম্পানি বাহিনীর মধ্যে ছিল ২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী, ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ১২ কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি, ১২ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ও ১২ কোম্পানি সশ্বস্ত্র সীমা বল বা এসএসবি।
