Tuesday, August 26, 2025

এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে এখন আলোচনার সর্বত্র। কিন্তু এই এনপিআর কী? আসুন এক ঝলকে দেখে নিই।

এনপিআর কী?
এনপিআর হলো দেশের নাগরিকদের সার্বিক পরিচয়ের তথ্য ভান্ডার। কোনও ব্যক্তি কোনও এলাকায় ৬মাস থাকলে এবং পরবর্তী ৬মাস যদি সেখানে থাকেন, তাহলে তাঁর তথ্য নেওয়া হবে। বিদেশিরাও এর আওতায় আসবেন। অসম এনপিআর-এর আওতায় থাকবে না। স্বেচ্ছায় নাগরিকরা যে তথ্য দেবেন তা নেওয়া হবে। এতে কোনও নথি লাগবে না। এই তথ্য সংগ্রহ কাজ আগামী বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। খরচ ৩৯৪১কোটি টাকা। ২০১১ সালে জনগণনার সময় এনপিআর তৈরি হয়। ২০১৫ সালে পরিমার্জন করা হয়।

এনপিআর আর এনআরসির পার্থক্য কী?
কেন্দ্রের বক্তব্য, এনপিআর দিয়ে কে দেশের নাগরিক তা জানা যাবে না। তার জন্যই এনআরসি। প্রশ্ন, তাহলে এনপিআর-এর প্রয়োজনীয়তা কি?

এনপিআর-এ যে তথ্য দিতে হবে —
নাম, হেড অফ দি ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, বিবাহিত কিনা, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, জন্মস্থান, জন্ম তারিখ, নাগরিকত্ব, ঠিকানা, কতদিন ধরে বসবাস, স্থায়ী ঠিকানা, জীবিকা, শিক্ষাগত যোগ্যতা।

এছাড়াও যা চাওয়া হতে পারে —
বাবা-মায়ের জন্মস্থান, বাবা-মায়ের জন্ম তারিখ। আর ঐচ্ছিক হলো, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। এছাড়া মোবাইল নম্বর, বাড়ির আয়তন এবং কোনও গৃহপালিত পশু আছে কি না তা চাওয়া হতে পারে।

প্রকাশ জাভড়েকর বলছেন, এনপিআর-এ বায়োমেট্রিক প্রমাণ দিতে হবে না। আধারও লাগবে না। যদিও অমিত শাহের বক্তব্য, আধার থাকলে কেন দেবেন না!

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version