দিদিকে বলো’র সাফল্যের পর তৃণমূলের কর্মসূচি, “আমার বুথ সবচেয়ে মজবুত”

 

‘দিদিকে বলো’র নজিরবিহীন সাফল্যের পর তৃণমূলের নতুন কর্মসূচি, “আমার বুথ সবচেয়ে মজবুত”৷

এই কর্মসূচি আপাতত চালু হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ গোটা জঙ্গলমহলে৷ একুশের নির্বাচনের আগেই বুথ স্তর পর্যন্ত দলকে আরও শক্তিশালী এবং সঙ্ঘবদ্ধ করতেই দল মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত এই কর্মসূচি৷ এই কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল নেতা-কর্মীরা নিজের নিজের এলাকার বুথ সুরক্ষিত করবেন৷ বুথ সুরক্ষিত থাকলেই ভোটে তার প্রভাব পড়বে৷ বাঁকুড়া, আসানসোল এবং দুর্গাপুরে শুরু করা হচ্ছে এই কর্মসূচি। এই কর্মসূচিতেও বিরাট সাড়া মিলবে বলেই তৃণমূলের বিশ্বাস৷ প্রতি বুথ থেকে দু’জন করে SC, ST, ছাত্র, যুব ও মহিলা প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হবে একটি কোর- গ্রুপ। এনারা বাড়ি বাড়ি ঘুরে স্থানীয় সমস্যা, সরকারি পরিষেবা সঠিক মিলছে কি না, তা খতিয়ে দেখবেন । একইসঙ্গে দলের প্রচারও করবেন৷ পর্যায়ক্রমে আরও কয়েকটি জেলায় তা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

Previous articleসীমান্তে যুদ্ধ-যুদ্ধ আবহাওয়া, পাক হামলায় জওয়ানসহ ৪জনের মৃত্যু
Next articleভোটার তালিকা সংশোধন : দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিলেন ‘সতর্ক’ মমতা