“প্রধানমন্ত্রী পরিকল্পিত ভাবে দেশবাসীকে মিথ্যে কথা বলেছেন৷”
ডিটেনশন ক্যাম্প নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার BBC সংবাদমাধ্যমের একটি ভিডিও ট্যুইট করেন রাহুল। ভিডিওটি অসমের মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পের। এর সঙ্গেই পাশাপাশি রাখা হয়েছে দিল্লির রামলীলা ময়দানে মোদির ভাষণের একাংশ।
এই ভাষণে মোদি বুক ঠুঁকে বলেছিলেন, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই৷ মিথ্যা খবর ছড়ানোর জন্য, কংগ্রেস ও শহুরে নকশালদের তোপও দেগেছিলেন মোদি।
RSS का प्रधानमंत्री भारत माता से झूठ बोलता हैं ।#JhootJhootJhoot pic.twitter.com/XLne46INzH
— Rahul Gandhi (@RahulGandhi) December 26, 2019
অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি দেখিয়ে রাহুল গান্ধী এবার মোদিকেই পাল্টা মিথ্যেবাদী প্রমাণের কৌশল নিলেন ।
এদিকে, দেশে কোনও ডিটেনশন ক্যাম্পের অস্তিত্বই স্বীকার করতে নারাজ গেরুয়া শিবির।

আরও পড়ুন-বিনয় তামাংয়ের ঘোষণায় স্বস্তিতে পাহাড়ের পর্যটকরা
